জাতীয় ডেস্ক :
ঢাকাসহ সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। এমন পরিস্থিতিতেও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টায় জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। যার অর্থ আকাশ মেঘে ঢেকে থাকলেও শীতের অনুভূতি তীব্র হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই।
এ ছাড়া পরবর্তী তিন দিন আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, কুতুবদিয়ায় ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে এবং বুধবার সূর্যোদয় ভোর ৬টা ৯ মিনিটে।