হোম অন্যান্যসারাদেশ আওয়ামী শাসনামলে গুম-খুনের বিচার দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন

আওয়ামী শাসনামলে গুম-খুনের বিচার দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 2 ভিউজ

ইবি সংবাদদাতা:

আওয়ামীলীগের শাসনামলে গুম-খুনের সাথে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন করেন তারা। এসময় বিশ্বিবদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, আনারুল ইসলাম, সদস্য নুর উদ্দিন, রাফিজ আহমেদ ও সাব্বির হোসেনসহ অন্যান্য নেতা কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট। এসময় এস এম সুইট বলেন, মানবাধিকার দিবসে ছাত্রদলের এমন উদ্যোগ সময়োপযোগী। পতিত হাসিনা সরকারের আমলে বিরোধী দলকে দমানোর অন্যতম একটি অস্ত্র ছিলো গুম, খুন। গুম, খুনের মাধ্যমে তারা মানুষকে দমাতে চেয়েছিলো। নিরপরাধ মানুষকে গুম করে বহু মায়ের বুক খালি করেছে হাসিনা সরকার। অন্তর্বর্তী সরকারের কাছে গুম, খুনের অপরাধে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমেদ বলেন, বিগত ৯ সাল থেকে শেখ হাসিনা সরকার বহু মানুষকে বিনা বিচারে হত্যা করেছে। এমনকি ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে গুম করেছে, তারা এখনো ফিরে আসেনি। বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে গুম করেছে, বিনা বিচারে হত্যা করেছে। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করেছে আওয়ামীলীগ। এরকম অসংখ্য মানবতাবিরোধী অপরাধ করেছে হাসিনা সরকার। শেখ হাসিনা একের পর এক ভুয়া নির্বাচন করে জনগণের সাথে প্রতারণা করেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। সরকারের কাছি দাবি জানাই অতি দ্রুত হাসািনাসহ আওয়ামীলীগের সকল নেতা কর্মীরকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা। আমরা চাই দেশে আর যেন কোনো মানবাধিকার লংঘন না হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন