অনলাইন ডেস্ক:
অবিলম্বে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং শেখ পরিবার ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা বন্ধে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, আইনের প্রতি অবহেলা নাগরিকদের জীবন ও সম্পদ বিপন্ন করতে পারে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সকল ধরনের হামলা বন্ধ হওয়া প্রয়োজন।
আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট হাসিনার অপশাসনের প্রতি নাগরিকদের ক্ষোভের প্রতি সম্মান জানিয়ে বলা হয়, কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা যাবে না। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনী অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির জন্য যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
ফ্যাসিস্টদের ফিরে আসার সুযোগ নেই উল্লেখ করে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের জন্য তাদের বিচার প্রক্রিয়াধীন, আইনশৃঙ্খলার যেকোনো অবনতি বিশ্বকে ভুল বার্তা দিতে পারে।