হোম রাজনীতি আওয়ামী লীগ গ্রেফতার দিয়ে শুরু আর লাশ দিয়ে শেষ করছে: আব্বাস

রাজনীতি ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গ্রেফতার খুন আবার শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ গ্রেফতার দিয়ে শুরু আর লাশ দিয়ে শেষ করছে।

মঙ্গলবার (২২ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বিএনপির আন্দোলন ক্ষমতায় যেতে নয়, জনগণকে মুক্ত করতে।

বিএনপির এ নেতা বলেন, কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করেনা। যেসব ভদ্রলোক আওয়ামী লীগকে প্রবেশ করে তারা সঙ্গে সঙ্গেই বের হয়ে যায়। আওয়ামী লীগ খুনের রাজনীতি শুরু করেছে। তাদের শেষ এই খুন দিয়েই হবে।

আব্বাস বলেন, বিএনপি খুনের রাজনীতি শুরু করে নাই। খুনের রাজনীতি যখন শুরু হয় তখন বিএনপির জন্মই হয়নি। ১৯৭৪ -৭৫ সালে এসপি মাহবুব এর নেতৃতে একটি টিম এ খুনের রাজনীতি শুরু করেছে।

তিনি বলেন, বিভিন্ন সরকারি সংস্থার (সরকারি কর্মকর্তাদের) বক্তব্য শুনে মনে হচ্ছে তারা আওয়ামী লীগের চাকর বাকর। তাদের মনে রাখতে হবে যে, তাদের বেতন আওয়ামীলীগ দেয় না, বেতন আমরা দিচ্ছি, দেশের মানুষ দিচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন