অনলাইন ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের ওপর নির্যাতন করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। তারা আজ পালিয়েছে। আর কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে। কেউ যেন আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে না পারে। সবাইকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
রোববার পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ভোটের কথা বললে কেউ কেউ ভালোভাবে নেয় না। অনেকে সংস্কারের কথা বলছে- তবে এ সংস্কারের কথা বিএনপি বহু আগেই বলে দিয়েছে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার বিকল্প নেই।
দেশকে বিভক্তির হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পতিত স্বৈরাচার এখনো সক্রিয়। ঐক্যবদ্ধভাবে তাদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়নের প্রচারণা চালাচ্ছে। দেশবাসীকে বিভ্রান্ত করে বিপদে ফেলার চক্রান্ত করা হচ্ছে। এসব চক্রান্ত মোকাবিলা করতে হবে। ছাত্র-তরুণরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হারানো যাবে না।