হোম খুলনানড়াইল আওয়ামী দোসরদের বিচারের দাবিতে নড়াইলে মানববন্ধন

আওয়ামী দোসরদের বিচারের দাবিতে নড়াইলে মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 30 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
নড়াইলে রূপগঞ্জ হকার্স মার্কেটে রাতের আঁধারে দোকান ঘর নির্মাণ করে চাঁদাবাজি, চাঁদাবাজ আওয়ামী দোসরদের বিচারের দাবিতে নড়াইলে মানববন্ধন করেছে হকার্স মার্কেটের ক্ষতিগ্রন্থ ব্যবসায়ীরা । ২৩ মাছৃ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ক্ষতিগ্রন্থ ব্যবসায়ীরা কাপনের কাপড় গায়ে জড়িয়ে ঘন্টাব্যাপি এই মানববন্ধন করে।

মানববন্ধনে ক্ষতিগ্রন্থ ব্যবসায়ীরা বলেন,রূপগঞ্জ হকার্স মার্কেটের পুরাতন ব্যবসায়ী, সরকারের সড়ক উন্নয়নের জন্য আমাদের হকার্স মার্কেট ভেঙ্গে দেয়ার পরে যে অবশিষ্ট জায়গা ফাকা ছিল আমাদের ব্যবসায়ীদের কিছু না জানিয়ে সরকারি জায়গায় রাতের আধারে দোকান ঘর নির্মান করে আওয়ামী-লীগ নেতার ভাইসহ জেলা ছাত্র লীগের সভাপতি নাইম ভূয়ার ভাই কায়ুম ভূয়া ছাত্র লীগ কর্মি অন্তরের পিতা মরফুদুল, আওয়ামী-লীগের দোসোর লিটন, ফিরোজসহ আওয়ামী-লীগের দোসরদের মোটা টাকার বিনিময়ে ঘর দিয়ে হাতিয়ে নিয়েছে ঘর নির্মান করে মোটা টাকা চাদাবাজী করছে আওয়ামী দোসর মাসুম জুমাদ্দার ওরফে টুপি মাসুম। আওয়ামী দোসর মাসুম জুমাদ্দারকে যে টাকা দিতে পেরেছে, সেই ঘর পেয়েছে। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে চাদাবাজ মাসুম জুমাদ্দারের বিচার চাই এবং শহরটা যানযট মুক্ত রাখতে সড়কের পাশ থেকে দোকান ঘর উচ্ছেদ করে শহরটা যানজট মুক্ত করতে আহব্বান করছি। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো: আব্দুলাহ্ , সৈকত আলী ,মো: ছালাম ,নিরাঞ্জন,মো: হিদায়েত প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন