নিজস্ব প্রতিনিধি :
আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপধর্ম বিষয়ক সম্পাদক সাহেদুজ্জামান সাহেদ এর উপস্থিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস এম আশিকুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন, জেলা ছাত্রলীগের নেতা কাজী হাশিম উদ্দীন (হিমেল), গোলাম খায়রুল্লাহ আরাফাত।
সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহেদ পারভেজ ইমন, সহ সভাপতি কাজী সাদিক দীপ, সাংগঠনিক শাদমান সাকিফ রেজা, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলিফ খান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফিজুর রহমান শোভন, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, পৌর ছাত্রলীগ নেতা ফারিব আজমির। এছাড়াও আসিফ মাহমুদ, ফরহাদ, ইমু সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।