হোম রাজনীতি আওয়ামী লীগের সমর্থকরাও ভোট দিতে যাবে না: মঈন খান

আওয়ামী লীগের সমর্থকরাও ভোট দিতে যাবে না: মঈন খান

কর্তৃক Editor
০ মন্তব্য 120 ভিউজ

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরাও ভোট দিতে যাবে না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

সরকার গণতন্ত্রকে হত্যা করেছে উল্লেখ করে ড. মঈন খান বলেন, ভোটের ফলাফল আগেই নির্ধারিত। ৭ জানুয়ারি কেবল প্রিন্টআউট হওয়া বাকি।

‘‘আওয়ামী লীগ দেশের ওপর যে অবস্থা চাপিয়ে দিয়েছে, এটা অস্বাভাবিক, এভাবে চলতে পারে না। অবশ্যই পরিবর্তন হবে,’’ যোগ করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। ১৫ বছর ধরে আওয়ামী লীগ এটাকে বাদ দিয়ে বলে- আমার ভোট আমি দেবো, দিনের ভোট রাতে দেবো।

মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে যদি গণতন্ত্র না থাকে তাহলে কীভাবে আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল বলে দাবি করে প্রশ্ন রেখেছেন মঈন খান।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশের ১৮ কোটি জনগণকে বশ করে একদিকে পরিচালিত করার চেষ্টা করছে। তাদের এই দ্বিতীয় বাকশাল হতে দেয়া হবে না। মুক্তিযুদ্ধের পর একদলীয় শাসন ব্যবস্থা যেমন সফল হয়নি। তেমনি বর্তমান দ্বিতীয় বাকশাল শাসন ব্যবস্থা অব্যাহত রাখার অপচেষ্টাও সফল হবে না।

সরকার জানে তাদের নৈতিক পরাজয় এরই মধ্যে হয়েছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, তাই সুষ্ঠু নির্বাচনে আসতে তাদের ভয় দেখেই তারা পাতানো নির্বাচন করছে। তারা উন্নয়ন আর অগ্রগতির কথা বলে। এত উন্নয়ন করেও নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় কেন? কেন ৩০০ আসনে ভাগাভাগি করা হচ্ছে না? তারা পরাজয় নিশ্চিত জেনেই সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন