স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্সের ফল মিলছে র্যাঙ্কিংয়েও। সিরিজে দারুণ বোলিং করে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচে ৭.২ ওভার বোলিং করে ২১ রান দিয়ে মোস্তাফিজ পেয়েছেন ৩ উইকেট। ৩-এর চেয়েও কম ইকোনমিতে বোলিং করেছেন (২.৮৬ ইকোনমি) তিনি। মিরপুরে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে আহমেদ দানিয়ালকে ফিরিয়ে পাকিস্তানের ইনিংসের ইতি টেনেছেন কাটার মাস্টার। এই উইকেটেই মিরপুরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪৬ উইকেট এখন মোস্তাফিজের। তার পর সাকিব আল হাসান নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ উইকেট।
মোস্তাফিজের সঙ্গে র্যাঙ্কিংয়ে যৌথভাবে ৯ নম্বরে আছে ভারতের আরশদীপ সিং। দুজনেরই রেটিং পয়েন্ট ৬৫৩। উন্নতি করেছেন শেখ মেহেদী হাসানও। নয় ধাপ এগিয়ে এখন রয়েছেন ১৬তম স্থানে। টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি এক নম্বরে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি।