হোম খেলাধুলা আইসিসির মাসসেরার দৌড়ে ফ্রান্সের ক্রিকেটার

খেলাধূলা ডেস্ক :

ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড গড়ে কদিন আগেই শোরগোল ফেলে দিয়েছিলেন ফ্রান্সের ওপেনার গুস্তাভ ম্যাকেওন। মাত্র ১৮ বছর ২৮০ দিন বয়সে শতক তুলে নিয়ে রেকর্ডটি গড়েন তিনি। এমন অর্জন সেরার স্বীকৃতি এনে দিতে পারে তাকে। জুলাইয়ের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ফ্রান্সের তরুণ এই ব্যাটসম্যান। ম্যাকেওনের সঙ্গে আছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও শ্রীলঙ্কার প্রবাথ জয়াসুরিয়া।

ফ্রান্সকে ফুটবলের পরাশক্তি হিসেবেই সবাই জানে। তাদের দখলে আছে দুটি বিশ্বকাপ শিরোপাও। তবে তারা যে ক্রিকেট খেলে, এ তথ্য জেনে হয়তো অনেকেই ভ্রু কুঁচকাবে। তবে এটাই বাস্তবতা। টি-টোয়েন্টি ক্রিকেটে ফুটবল পরাশক্তির দেশটি জন্ম দিয়েছে এক বিশ্বরেকর্ডেরও। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত দিন সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডটা ছিল আফগানিস্তানের ওপেনার হজরতউল্লাহ জাজাইয়ের দখলে। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ বছর ৩৩৭ দিন বয়সে শতক তুলে নিয়েছিলেন তিনি। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের সে রেকর্ড ভেঙে দিয়েছেন ফ্রান্সের ওপেনার গুস্তাভ ম্যাকেওন।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান উপ-আঞ্চলিক বাছাইপর্বের টুর্নামেন্টে গত সপ্তাহে অভিষেক হয় তার। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলেন ৫৪ বলে ৭৬ রানের ইনিংস, স্বীকৃত ক্রিকেটেই সেটি তার প্রথম ম্যাচ।

পরের দুই ম্যাচেই তিনি করেন সেঞ্চুরি। সুইজারল্যান্ডের বিপক্ষে ৯ ছক্কা ও ৫ চারে ৬১ বলে ১০৯ রানের ইনিংস খেলেন ম্যাকেওন, নরওয়ের বিপক্ষে ৫৩ বলে ১০১। চতুর্থ ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষেও ঝড় তুলে ম্যাকেওন খেলেন ৫১ বলে ৮৭ রানের ইনিংস। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম চার ম্যাচেই পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা প্রথম ব্যাটারও তিনি। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৭৫.৪০ গড়ে তার রান ৩৭৭। স্ট্রাইক রেট ১৬৪.৬২। মাসসেরা হওয়ার লড়াইয়ে ফেভারিট তিনি।

এদিকে গেল জুনের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই দারুণ ফর্মে থাকা জনি বেয়ারস্টো। এবার জুলাই মাসের সেরার দৌড়েও আছেন তিনি। সদ্য সমাপ্ত প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ হারলেও ফর্মে ছিলেন বেয়ারস্টো। প্রথম টি-টোয়েন্টিতে খেলেন ৫৩ বলে ৯০ রানের বিস্ফোরক এক ইনিংস।

গেল মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হওয়া লঙ্কান স্পিনার প্রবাথ জয়াসুরিয়া এরই মধ্যে আলোচনায়। অজিদের বিপক্ষে অভিষেক টেস্টে দুই ইনিংসে ৬ উইকেট নেয়ার পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে নেন ৫ উইকেট। আর এর মধ্য দিয়ে ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসের প্রতিটিতেই অন্তত পাঁচ উইকেট নেয়ার অনন্য কীর্তি গড়েন তিনি।

অন্যদিকে, নারী ক্রিকেটে জুলাইয়ের সেরার লড়াইয়ে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার, এমা ল্যাম্ব ও ভারতের রেনুকা সিং।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন