স্পোর্টস ডেস্ক:
বর্ষসেরা টেস্ট দলের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই দলে অস্ট্রেলিয়ার ৫ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। এছাড়া ইংল্যান্ড ও ভারত থেকে দুজন ক্রিকেটার জায়গা পেয়েছেন বর্ষসেরা দলে। একজন করে রয়েছেন নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) আইসিসির ওয়েবসাইটে বর্ষসেরা দলের তালিকা প্রকাশ করা হয়। এই দলে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে প্যাট কামিন্সকে। বলা হয়েছে, ২০২১-২৩ এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ওপরে ভর করে বর্ষসেরা দল তৈরি করা হয়েছে।
অস্ট্রেলিয়া থেকে উসমান খাজা, ট্র্যাভিস হেড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে নিয়ে এই দল গঠন করা হয়েছে। এরপরে ভারত থেকে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। তাতে ক্রিকেট তারকা বিরাট কোহলির জায়গা হয়নি বর্ষসেরা দলে। ইংল্যান্ডের জো রুট ও স্টুয়ার্ট ব্রড, নিউজিল্যান্ডের একমাত্র সদস্য হিসেবে কেইন উইলিয়ামসন এবং শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে রয়েছেন দলটিতে।
ওপেনার হিসেবে রাখা হয়েছে উসমান খাজা ও দিমুথ করুনারত্নেকে। এছাড়া ব্যাটসম্যান হিসেবে উইলিয়ামসন, রুট ও হেডকে রাখা হয়েছে। অলরাউন্ডার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাদেজা। আর উইকেটরক্ষক হিসেবে রয়েছেন অ্যালেক্স ক্যারি। পেসার হিসেবে দলে রয়েছেন কামিন্স, স্টার্ক ও ব্রড। আর একমাত্র স্পিনার হিসেবে ভারতের অশ্বিনকে নেয়া হয়েছে।
আইসিসির বর্ষসেরা দল
উসমান খাজা, দিমুথ করুনারত্নে, কেইন উইলিয়ামসন, জো রুট, ট্র্যাভিস হেড, রবীন্দ্র জাদেজা, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, মিচেল স্টার্ক ও স্টুয়ার্ট ব্রড।