স্পোর্টস ডেস্ক:
আসন্ন আইপিএলের মাঠের লড়াই শুরু হওয়ার আগেই চরমে পৌঁছেছে মাঠের বাইরের উত্তাপ। টুর্নামেন্টের অন্যতম মূল আকর্ষণ বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরে সৃষ্টি হয়েছে এক অনাকাঙ্ক্ষিত অস্থিরতা। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের ‘উজ্জয়ন’-এর প্রভাবশালী ধর্মীয় নেতাদের পক্ষ থেকে আসা হুমকি এখন আইপিএল কর্তৃপক্ষের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
মোস্তাফিজের নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া এই গভীর উদ্বেগ এখন বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের জন্য বড় ধরনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা।
নিলামে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পাওয়া মোস্তাফিজকে নিয়ে যখন কলকাতার শিবিরে বড় ধরনের রণকৌশল সাজানো হচ্ছিল, ঠিক তখনই ভারতের কয়েকটি ধর্মীয় সংগঠনের কঠোর অবস্থান ফ্র্যাঞ্চাইজিটির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। উজ্জয়নের রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথসহ বেশ কয়েকজন ধর্মীয় ব্যক্তিত্ব প্রকাশ্যে ঘোষণা করেছেন যে, মোস্তাফিজকে মাঠে নামানো হলে তারা খেলা পণ্ড করতে স্টেডিয়ামে ঢুকে পড়বেন। এমনকি পিচ ভাঙচুরের মতো চরম হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
বিদ্যমান এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড ও কেকেআর ম্যানেজমেন্টের সামনে এক কঠিন নিরাপত্তা চ্যালেঞ্জ দাঁড়িয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে কেকেআরের ম্যাচ থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আয়োজকদের জন্য কঠিন হয়ে পড়তে পারে। ভারতের একাধিক রাজ্যে কেকেআরের ম্যাচ থাকায় বিক্ষোভের জোরালো আশঙ্কা যেমন বাড়ছে, তেমনি মোস্তাফিজের প্রাপ্যতা নিয়েও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে, জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে টুর্নামেন্টের শুরুর দিকে এই পেসারের অংশগ্রহণ সীমিত হতে পারে।
