খেলাধূলা ডেস্ক :
সাকিব আল হাসান ও লিটন দাসের পর আইপিএলের আগামী আসরের নিলামে দল পেলেন না পেসার তাসকিন আহমেদও। দুর্দান্ত ফর্মে থাকা এ ক্রিকেটারকে দলে ভেড়ানোর আগ্রহ প্রকাশ করেনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোনো ফ্র্যাঞ্চাইজি।
শুক্রবার (২৩ ডিসেম্বর) কোচিতে অনুষ্ঠিত হওয়া মিনি নিলামে তাসকিনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। অবশ্য প্রথম দফায় অবিক্রীত থাকলেও কোনো দল যদি চায় এখনও তাকে দলে ভেড়াতে পারবে।
তবে তা নির্ভর করছে দলগুলোর চাহিদা ও জায়গা ফাঁকা থাকার ওপরে। সব দল মিলিয়ে দলগুলো কিনতে পারবে ৮৭ জন ক্রিকেটার, তার মধ্যে বিদেশি সর্বোচ্চ ৩০ জন। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ জন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়ে নিয়েছে দলগুলো।
টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন তাসকিন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে বল হাতে নজর কেড়েছেন এ পেসার। আসরে তার গতি সামলাতে হিমশিম খেয়েছেন বড় ব্যাটাররা। ৫ ম্যাচে তার ঝুলিতে ছিল ৮ উইকেট।
তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া মন্তব্য করেছিলেন, আগামী আইপিএলে সুযোগ পেলে দারুণ করবেন তাসকিন।
সে সময় তিনি আরও বলেন, ‘তাসকিন দুর্দান্ত একজন বোলার, তার বলে পেস আছে। গত আইপিএলে লখনৌ সুপার জায়ান্টস তাকে ডেকেছিল, তবে বিসিবি ছাড়পত্র দেয়নি। এবার যদি ছাড়পত্র পায়, তাহলে ভয়ংকর বোলার হতে পারে তাসকিন। কারণ নতুন বলে উইকেটরক্ষক ও তাসকিনের মধ্যেই শুধু খেলা হয়! ব্যাপারটা এমন নয়, সে শুধু অস্ট্রেলিয়ার মাঠেই ভালো করেছে। তাকে সব মাঠেই সম্মান দিতে হবে।’
তবে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কেউ মুখ তুলে তাকায়নি তাসকিনের দিকে। ফলে আইপিএলে ছেলের খেলা দেখার স্বপ্ন এবার পূরণ হচ্ছে না তাসকিনের মায়ের। যদিও নিলামের শেষদিকে আরও একবার সুযোগ পেতে পারেন এ টাইগার পেসার।
এর আগে দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাসকে নিয়েও কোনো আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি। আরেক টাইগার অলরাউন্ডার আফিফ হোসেনকে এখনো তোলা হয়নি নিলামে।