খেলার সংলাপ :
ক্যারিয়ারের সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন লিটন দাস। ব্যাট থেকে একের পর এক রান আসছে আর ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি। তবে কিছুদিন আগেও পথটা এত মসৃণ ছিল না। এবার আইপিএলে অধিনায়ক হওয়ার ব্যাপারে মুখ খুলেছেন লিটন।
আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে ভারতের ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলের ১৬তম আসর। এই আসরে লিটন দাসকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
তবে আসর শুরুর আগে দলটির নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার পড়েছেন চোটে। তাতে দেখা দিয়েছে নেতৃত্ব সংকট। আর নেতৃত্বের জায়গায় নাম ওঠে লিটনের।
তবে কলকাতায় রয়েছে অনেক অভিজ্ঞ খেলোয়াড়। সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের মধ্য থেকে অধিনায়ক করা হতে পারে। কিংবা ভারতীয় কাউকে দেয়া হতে পারে সেই দায়িত্ব। কিন্তু সবকিছুর ভিড়ে লিটনের নাম ওঠায় অবাক হয়েছেন অনেকে।
এ বিষয়ে ভারতের এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে লিটন বলেন, ‘এখনও আমি বাংলাদেশে রয়েছি। আমাদের সিরিজ চলছে। ফলে এই বিষয়ে দূর থেকে কথা বলা সম্ভব নয়। ভারতে পৌঁছে দলের সঙ্গে যোগ দিয়ে জানাতে পারব।’