হোম খেলাধুলা আইপিএলের নিলামে গোপালগঞ্জের সাকিব

আইপিএলের নিলামে গোপালগঞ্জের সাকিব

কর্তৃক Editor
০ মন্তব্য 7 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের আসন্ন আসরের মেগা নিলাম। যেখানে একজনের নাম সকলকে চমকে দিয়েছে। ক্রিকেটারের নাম সাকিব হুসেইন। তার জন্ম গোপালগঞ্জে।

অবশ্য বাংলাদেশের গোপালগঞ্জ নয়। এটি ভারতের বিহার রাজ্যের একটি জেলা। বিহারের এই সাকিব নিজের প্রতিভার জানান দিয়ে সকলের নজরে এসেছেন। এবারের নিলামে নাম উঠছে গোপালগঞ্জের সেই সাকিবের।

২০০৪ সালে বিহারের গোপালগঞ্জ জেলার দরগা মহল্লায় সাকিব হুসেইনের জন্ম। কৃষক বাবার আর্থিক টানাপোড়েনের সংসারে বড় হওয়া সাকিবের শৈশবে স্বপ্ন ছিল সামরিক বাহিনীতে যোগ দিয়ে দেশসেবা করার।

তবে পরিচিতদের পরামর্শে সাকিব ক্রিকেটে মনোযোগ দেন এবং ধীরে ধীরে বুঝতে পারেন, তার ভবিষ্যৎ ক্রিকেটের মধ্যেই। তার ক্রিকেট যাত্রার পেছনে বড় ভূমিকা রেখেছেন মিন্টু ভাইয়া নামে এক ব্যক্তি। যার অনুপ্রেরণায় তিনি বড় স্বপ্ন দেখতে শিখেছিলেন।

২০২১ সালে বিহার ক্রিকেট লিগে নজর কাড়ার পর বিহার অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পান সাকিব। এরই মধ্যে পরিচিত হন আরেক মেন্টর, কোচ রবিন সিংয়ের সঙ্গে। তার পরামর্শেই চন্ডীগড়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে নজর কাড়েন এ ক্রিকেটার।

চন্ডীগড় থেকে সাকিব জায়গা করে নেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে। সেখান থেকে সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলার সুযোগ পান। ওই টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারের সুবাদে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে আসেন।

এরপর চেন্নাই সুপার কিংসের নেট বোলার হিসেবে মহেন্দ্র সিং ধোনি ও সৌরভ গাঙ্গুলির প্রশংসা কুড়ান সাকিব। ২০২৩ সালের আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স ২০ লাখ রুপি ভিত্তিমূল্যে সাকিবকে দলে নেয়।

তার নাম দেখে অনেকেই ভেবেছিলেন, এটি হয়তো বাংলাদেশের সাকিব। তবে পুরো নাম জানার পর ভুল ভাঙে। যদিও দলে সুযোগ পেলেও মাঠে নামার সুযোগ পাননি তিনি।

সাকিবের মা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ছেলের জন্য ভালো জুতা কেনার সামর্থ্যও ছিল না তাদের। এ কারণে তিনি নিজের অলঙ্কার বিক্রি করেছিলেন। এবার সাকিবের ভিত্তিমূল্য বেড়ে হয়েছে ৩০ লাখ রুপি।

ভারতের তরুণ সাকিব ঘণ্টায় ১৫০-১৫৫ কিমি গতিতে বোলিং করতে পারেন। বর্তমানে রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে খেলছেন তিনি। পাঞ্জাবের বিপক্ষে ১১৪ রানে ৪ উইকেট নেওয়ার মধ্য দিয়ে ক্যারিয়ারসেরা পারফরম্যান্স দিয়েছেন।

কর্ণাটকের বিপক্ষেও ২ উইকেট নিয়েছেন সাকিব। এসব পারফরম্যান্স তাকে আইপিএলে একটি নিয়মিত জায়গা করে দেওয়ার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন