জাতীয় ডেস্ক :
ভোলার বোরহানউদ্দীনে ফেসবুক হ্যাক করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর মামলায় বাপন দাস নামে এক যুবককে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ গোলাম ফারুক এ রায় দেন। বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ইশতাক আহমেদ রুবেল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (স.) এর নামে কটূক্তি করা নিয়ে ২০১৯ সালের ১৮ অক্টোবর ভোলার বোরহানউদ্দনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। তৌহিদী জনতার ব্যানারে বেশ কয়কটি হিন্দু বাড়িতে ও মন্দিরে হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে।
সংঘর্ষে মারা যায় ৪ জন। ঘটনার দিনই কটূক্তি ছড়ানো ফেসবুক আইডি হ্যাক হয়েছে জানিয়ে থানায় জিডি করেন বিপ্লব চন্দ্র। পুলিশ, বিপ্লব চন্দ্র, মোহাম্মদ ইমন, মোহাম্মদ রাফসান নামের ৩ জনকে গ্রেফতার করে । তবে তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্তে বেরিয়ে আসে, বিপ্লব চন্দ্রের ফেসবুক আইডি হ্যাক করেছিল বাপন দাস নামের আরেক যুবক। বিপ্লবকে এলাকায় চাপে ফেলতে ফেসবুক হ্যাক করে বাপন। ২০২০ সালের ২৬ জানুয়ারি বাপনকে গ্রেফতার করে পুলিশ।
আদালতে তার বিরুদ্ধে ২০২১ সালের পহেলা আগস্ট অভিযোগপত্র দেয় পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ইশতাক আহমেদ রুবেল জানান, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় আসামি বাপন। মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামি বাপন দাসকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদণ্ড এবং ২৮ এর ১ ধারায় ২ বছরের কারাদণ্ড ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩১ এর ১ ধারায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলায় বিপ্লব চন্দ্র, মো. ইমন, মো. রাফসান নামে ৩ জনকে গ্রেফতারও করে পুলিশ। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই ৩ জনকে অব্যাহতি দেওয়া হয়।