হোম আন্তর্জাতিক আইএস সম্পৃক্ত ১২ ব্যক্তি সিরিয়া থেকে জার্মানিতে

আন্তর্জাতিক ডেস্ক :

জার্মানি থেকে আইএস সম্পৃক্ত ১২ ব্যক্তিকে সিরিয়া থেকে জার্মানিতে ফেরত আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।

সংবাদমাধ্যম ডয়চে ভেলের খবরে জানা যায়, গত কয়েক বছরে জার্মানি থেকে সিরিয়ায় যাওয়া ২৬ জন প্রাপ্তবয়স্ক জার্মান নাগরিক এবং সেখানে জন্ম নেওয়া ৭৬ জন শিশু সন্তানকে ফিরিয়ে এনেছে জার্মানি। প্রাপ্ত বয়স্কদের অনেকের যুদ্ধাপরাধের অভিযোগে বিচার হয়েছে। বিচারে দোষী সাব্যস্ত হওয়া কিছু মানুষকে কারাগারে পাঠানো হয়েছে।

আইএস সম্পৃক্ত ফিরিয়ে নিয়ে আসা ১২ ব্যক্তির মধ্যে ৪ জন নারী, ৭ জন শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন বলে জানিয়েছে ডয়চে ভেলে। জানা যায়, প্রাপ্তবয়স্ক ব্যক্তি ১১ বছর বয়সে সিরিয়া গিয়েছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক জানান, ১২ জনের মধ্যে প্রাপ্তবয়স্ক পাঁচজনকে ফেরার পরই হেফাজতে নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে।

মূলত সিরিয়ায় তারা কী করেছে, আইএসের সঙ্গে তাদের কী ধরনের সম্পর্ক এবং তারা কোনোভাবে যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত কিনা এসব জানার জন্যই চলবে এই জিজ্ঞাসাবাদ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন