খেলাধূলা ডেস্ক:
ইংল্যান্ডের অ্যাশেজ দলে যুক্ত হয়েছেন লেগ স্পিনার রেহান আহমেদ। মূলত মঈন আলির আঙুলের ইনজুরির কারণেই তাকে দলে অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। লর্ডস টেস্টে তাকে একাদশে দেখা যেতে পারে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এজবাস্টন টেস্টে আঙুলে চোট পান অবসর ভেঙে টেস্টে ফেরা মঈন আলি। যে কারণে শেষ দিকে ঠিকমতো বলও করতে পারেননি তিনি। সেই ঘাটতি কমাতেই রেহানকে দলে নিয়েছে ইসিবি।
পাকিস্তানের বিপক্ষে গত বছর টেস্ট অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন রেহান। চলতি বছর লিচেস্টারশায়ারের হয়ে ব্যাট হাতে উজ্জ্বল তার পারফরম্যান্স। কাউন্টি চ্যাম্পিয়নশিপের এবারের আসরে লিচেস্টারশায়ারের হয়ে ৬ উইকেট নিলেও ব্যাট হাতে ৩৮.৪৫ গড়ে ৪২৩ রান করেছেন তিনি। সর্বোচ্চ ৯০ রান করার পাশাপাশি চারটি হাফসেঞ্চুরিও হাঁকিয়েছেন এ বোলিং অলরাউন্ডার।
ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত এক টেস্টে ৭ উইকেট নিয়েছেন তিনি। তাছাড়া একটি ওয়ানডের পাশাপাশি ২টি টি-টোয়েন্টিতেও জাতীয় দলের হয়ে খেলেছেন রেহান। ফার্স্ট ক্লাস ক্রিকেটের ১১ ম্যাচে তার শিকার ২২ উইকেট।