স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ার দীর্ঘ ক্রিকেট ইতিহাসে ওপেনার হিসেবে সেরাদের সংক্ষিপ্ত তালিকাতেই থাকবেন ডেভিড ওয়ার্নার। সীমিত ওভারের ক্রিকেটের মতোই টেস্ট ক্রিকেটেও সমান সফল তিনি। দেখতে দেখতে তার বয়স হয়ে গেছে ৩৬। বয়সের ছাপ পড়েছে তার খেলাতেও। বিশেষ করে টেস্টে রানই করতে পারছেন না ওয়ার্নার। চলতি অ্যাশেজেও ওয়ার্নারের ব্যাটে রানখরা। এমন অবস্থায় তার টেস্ট ক্যারিয়ারের শেষ দেখছেন অজি কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা।
আগামী বছর ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান ওয়ার্নার। কিন্তু তার টেস্ট ক্যারিয়ার চলতি অ্যাশেজেই শেষ হয়ে যেতে পারে বলে মনে করছেন গ্লেন ম্যাকগ্রা।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে চান ওয়ার্নার। তবে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন তার আগেই। এমনটাই পরিকল্পনা তার। সে হিসেবে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজকেই তার টেস্ট ক্যারিয়ারের শেষ বলে ধরে রেখেছেন ওয়ার্নার। কিন্তু ফর্মের যা অবস্থা তাতে ততদিন টেস্ট একাদশে জায়গা ধরে রাখতে পারবেন কিনা তা নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন এই কিংবদন্তি অজি পেসার। ওয়ার্নার চাপে আছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
ম্যাকগ্রা বলেন, ‘ওয়ার্নারকে দেখে মনে হচ্ছে প্রচুর চাপে আছেন তিনি। ওভালে ভালোই খেলছিলেন, ব্যাটে বলও ঠিকঠাক আসছিল। কিন্তু আবার তাড়াতাড়ি আউট হয়ে গেলেন। দুর্ভাগ্যজনক হলেও আমার মনে হচ্ছে তার ক্রিকেটজীবন শেষের পথে।’
ম্যাকগ্রা মনে করেন ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসটিই ওয়ার্নারের রানে ফেরার শেষ সুযোগ। এবার ব্যর্থ হলেই তার টেস্ট ক্যারিয়ার থমকে যেতে পারে।
তিনি বলেন, ‘তার বড় রান করার দক্ষতা আছে। আমি জানি, আগামী গ্রীষ্ম পর্যন্ত খেলতে চান ওয়ার্নার। তার ওপর যথেষ্ট চাপও আছে। চারদিকে সমালোচকরা আছে। ওভালে দ্বিতীয় ইনিংসে ভালো করতে না পারলে চাপ আরও বাড়বে। মনে হয় না খুব বেশি আর সুযোগ ওয়ার্নারকে দেওয়া হবে।’
ওভাল টেস্টের প্রথম ইনিংসে ভালো শুরু করেও ২৪ রানে আউট হয়ে গেছেন ক্রিস ওকসের বলে। গোটা অ্যাশেজেই ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি তিনি। ম্যাকগ্রা মনে করেন, দলে জায়গা ধরে রাখতে হলে রান করতেই হবে ওয়ার্নারকে।
তিনি বলেন, ‘প্রায় সব ম্যাচেই ওয়ার্নার ভালো শুরু করেও খারাপ শট খেলে আউট হয়েছেন। জানি না তার হঠাৎ কী এমন হলো! অস্ট্রেলিয়ায় বক্সিং ডে টেস্টেও বড় ইনিংস খেলেছিলেন। ২০০ রান করেছিলেন। অথচ এরপর আর বড় রান করতে পারেননি তিনি। হতে পারে তিনি চাপে ভুগছেন। আবার এটাও ঠিক যে, দলে থাকতে হলে রান করতে হবে।’