রাজনীতি ডেস্ক :
রাজধানীতে বিএনপির পূর্বঘোষিত গণমিছিল করতে গিয়ে অ্যাম্বুলেন্স আটকে রাখার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) গণমিছিলের জন্য ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন।
পরিকল্পনা অনুযায়ী শুক্রবার দুপুর আড়াইটায় দলটির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আড়াই কিলোমিটার পথ ঘুরে মগবাজার গিয়ে শেষ হয় গণমিছিল। এতে দলের ১৩টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, বিএনপির গণমিছিল মগবাজারের দিকে রওনা হলে একপর্যায়ে মিছিলের পেছনে একটি অ্যাম্বুলেন্স রোগী বহন করে নিয়ে যাচ্ছিল। তবে দলটির নেতাকর্মীরা সেই অ্যাম্বুলেন্সকে সাইড না দিয়ে বিভিন্ন স্লোগান ধরে এগিয়ে যেতে থাকে।
এতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সটি দীর্ঘক্ষণ রাস্তায় আটকে থাকে। ভিডিওটি এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সাকিব মাহামুদ নামে এক ব্যক্তি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে কমেন্ট করেছেন, ছি ছি ছি লজ্জা বিএনপি লজ্জা।
আল আমিন রহমান, আকিব পারভেজ রাজসহ অনেকেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কমেন্ট করেছেন।
এরে আগে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং বর্তমান সরকারের পদত্যাগ দাবিসহ ১০ দফা দাবিতে বিএনপির এ গণমিছিলের আয়োজন করে। একই সঙ্গে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যার অভিযোগে এদিনটিকে গণমিছিলের জন্য বেছে নিয়েছে দলটি।
এদিকে বিএনপির পূর্বঘোষিত গণমিছিলে দলটির সিনিয়র নেতা ও বিভিন্ন সংগঠনের জন্য স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় গণমিছিলের প্রধান সমন্বয়ক এজেডএম জাহিদ হোসেন বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের গণমিছিল হবে শান্তিপূর্ণ। গণমিছিল করা আমাদের সাংবিধানিক অধিকার। সেটার জন্যই আমরা আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সহযোগিতা চাওয়ার জন্য ডিএমপি কার্যালয়ে গিয়েছিলাম। ডিএমপি আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছে।’