পিরোজপুর অফিস:
সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম।
তাঁর মৃত্যুতে শুক্রবার (১০ জুলাই) পিরোজপুরের সংবাদকর্মীদের কাছে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন আদর্শ নারী নেত্রী হিসাবে আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য ছিলেন। তিনি সংগঠনের একজন ত্যাগী ও দুর্দিনের পরিক্ষীত নেত্রী ছিলেন। তাকে হারিয়ে দেশ ও সংগঠনের অপূরনীয় ক্ষতি হয়েছে। তিনি শোক সন্তপাত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১১টা ৪০মিনিটে মারা যান সাহারা খাতুন।