রাজনীতি ডেস্ক :
অসৎ উদ্দেশ্যে বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, সহিংস পথে হাঁটলে তারা পালাবার সুযোগ পাবে না।
সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন। শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ সফল করার লক্ষ্যে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
কামরুল ইসলাম বলেন, অসৎ উদ্দেশ্যে নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি। অনির্বাচিত সরকার ক্ষমতায় আনতে চায় তারা। তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না।
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে ইঙ্গিত করে সাবেক খাদ্যমন্ত্রী বলেন, ১০ তারিখ পুরো ঢাকা শহরে পাহারা বসানো হবে, যাতে বিএনপি জনমানুষের কোনো ক্ষতি করতে না পারে। সহিংস পথে হাঁটলে তারা পালাবার সুযোগ পাবে না।
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, বিএনপি বিষধর সাপ। তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
দেশের মানুষ চাইলেই কেবল ক্ষমতার পরিবর্তন হবে মন্তব্য করে তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক উপায়ে ক্ষমতার পরিবর্তন হবে। অন্য কোনো পথে নয়।
এ সময় আগামী ১০ ডিসেম্বর সমাবেশের নামে বিএনপি যেন মানুষের ক্ষতি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।