হোম খুলনাবাগেরহাট অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত সাগর শেখ আটক

অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত সাগর শেখ আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 131 ভিউজ
জসিম উদ্দিন:
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর সহযোগী সাগর শেখকে  অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।
 বাংলাদেশে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে সুন্দরবন  সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় তাকে আটক করা হয়।
মঙ্গলবার(১৪ অক্টোবর)  সকালে বাংলাদেশ  কোস্ট গার্ড  এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনী সুন্দরবন সংলগ্ন রায়নদীর খাশিয়ানা খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে  সোমবার সকালে কোস্ট গার্ড স্টেশন কয়রা এবং নৌ বাহিনী কন্টিনজেন্ট কয়রা কর্তৃক উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন আভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৩ রাউন্ড ফাঁকা কার্তুজসহ ছোটন বাহিনীর  সহযোগী সাগর শেখকে আটক করে।
আটকৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়,  সাগর শেখ (নব মুসলিম) ওরফে জয় শীল (৪১) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ ছোটন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন