হোম খুলনানড়াইল অস্ত্রসহ তিন আসামী গ্রেপ্তার হওয়ার পর একই দিনে জামিন: নিরাপত্তা নিয়ে উদ্বেগ

অস্ত্রসহ তিন আসামী গ্রেপ্তার হওয়ার পর একই দিনে জামিন: নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

মোস্তফা কামাল:

৪ মে রাতে নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় বিপুল পরিমান অস্ত্রসহ তিন আসামী গ্রেফতার হয়। আসামিদের অস্ত্র আইনে মামলা না দিয়ে ভিন্ন ধারায় মামলা করে আদালতে পাঠানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, মামলায় গাফিলতির কারণে আসামিরা জামিনে মুক্তি পেয়েছেন, যা এলাকাবাসীর নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করেছে। ৪ মে রাতে যৌথ বাহিনী কলাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে জাহিদুল শেখ (৫০), জুলফিকার (৪৫) ও শাহাবুদ্দিন শেখ (৪০) নামের তিনজনকে আটক করে। অভিযানের সময় তাদের বাড়ির কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা না করে, ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় একটি সাধারণ মামলা দায়ের করে পুলিশ তাদের আদালতে পাঠায়। এতে তারা জামিনে মুক্তি পান।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, আটক ব্যক্তিরা এলাকার ‘চিহ্নিত সন্ত্রাসী’। অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া সত্ত্বেও কেন তাদের বিরুদ্ধে অস্ত্র আইন অনুযায়ী মামলা দেওয়া হলো না,

কলাবাড়িয়া গ্রামের স্থানীয় বাসিন্দা জামাল মুন্সি বলেন,সবাই জানে, এরা সন্ত্রাসী কাজে লিপ্ত । এলাকায় একাধিক মামলায় জড়িত।তারা অস্ত্রসহ ধরা পড়েছে। অথচ পুলিশ সাধারণ ধারায় মামলা দিয়ে জামিনের পথ করে দিল। এতে এলাকায় ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছে।আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি তাদের অস্ত্র গুলি সহ উদ্ধার করা হয়েছে। এদের কি ভাবে অস্ত্র মামলা না দিয়ে সাধারণ মামলায় চালান দিল। মামলার দুর্বলতার পেছনে ‘অদৃশ্য প্রভাব’ কাজ করেছে। আমরা এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

অভিযোগ প্রসঙ্গে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অস্ত্র উদ্ধার করা হয়েছে পরিত্যক্ত জায়গা থেকে। অস্ত্রের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।অস্ত্র যেহেতু কারো নিকট পাওয়া যায়নি সেই কারনে কারো নামে অস্ত্র মামলা দেওয়া হয়নি। ঘটনায় আটককৃতদের সন্দেহ জনক ভাবে আটক করায় তাদেরকে ১৫৪ চালান দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন