আন্তর্জাতিক ডেস্ক :
বিকল্পধারার গণমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের যুক্তরাষ্ট্র প্রত্যার্পণ ঠেকাতে অস্ট্রেলিয়া সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আর্জি জানিয়েছে তার পরিবার। বুধবার (৪ আগস্ট) প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজর কাছে এ আহ্বান জানান অ্যাসাঞ্জের বাবা জন শিপটন ও ভাই গ্যাব্রিয়েল শিপটন। খবর দ্য গার্ডিয়ানের।
তারা বলেন, অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার আগেই অস্ট্রেলিয়া সরকারের বিষয়টাতে হস্তক্ষেপ করা উচিৎ। আশঙ্কা প্রকাশ করে তারা বলেন, প্রত্যার্পণ করা হলে অ্যাসাঞ্জকের নিশ্চিতভাবেই মৃত্যুদণ্ড দেয়া হবে।
অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনের বেলমার্শ কারাগারে বন্দি। গুপ্তচরবৃত্তির অভিযোগে করা মামলায় তাকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার তোড়জোড় শুরু করেছে যুক্তরাজ্য সরকার। এমন অবস্থায় অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তার পরিবার।
২০১০ সালে যুক্তরাষ্ট্রের অতিসংবেদনশীল সামরিক ও কূটনৈতিক নথি প্রকাশ করায় অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের আদালতে দোষী সাব্যস্ত হলে তার ১৭৫ বছরের কারাদণ্ড হতে পারে। সারা বিশ্বের অতি গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করে দেয়ার মাধ্যম সাড়া ফেলেন অ্যাসাঞ্জ।
তবে অনেকেই মনে করেন, কূটনৈতিক নথি ফাঁস করে তেমন গুরুতর কোনো অপরাধ করেননি অ্যাসাঞ্জ। গত মাসে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ ওব্রাদরও এমনটাই বলেছেন।
সাংবাদিকদের মেক্সিকোর বামপন্থী প্রেসিডেন্ট বলেন, অ্যাসাঞ্জ কোনো গুরুতর অপরাধ করেননি। তিনি আরও বলেন, তিনি (অ্যাসাঞ্জ) কারোর মৃত্যুর কারণ নন। তিনি কোনো মানবাধিকার লঙ্ঘনও করেননি। তিনি তার স্বাধীনতার চর্চা করেছেন।