হোম অর্থ ও বাণিজ্য অস্ট্রেলিয়ান বার্লির আমদানি শুল্ক মওকুফ করল চীন

বাণিজ্য ডেস্ক:

অস্ট্রেলিয়া থেকে বার্লি আমদানির ওপর শুল্ক মওকুফ করেছে চীন। আমদানি শুল্কের কারণে এতদিন দুই দেশের বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল।

শুক্রবার (৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এতে বলা হয়, অস্ট্রেলিয়া থেকে আমদানি করা বার্লিতে আরোপিত শুল্ক মওকুফ করেছে চীন। দীর্ঘ তিন বছর ধরে চলমান এ শুল্কের কারণে দুই দেশের বিলিয়ন ডলার বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল।

চীনের বাণিজ্যমন্ত্রী বলেছেন, শনিবার (৫ আগস্ট) থেকে এই শুল্ক প্রত্যাহার কার্যকর হচ্ছে। আর দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘চীনের বাজারে পরিবর্তনের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা বার্লির ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক ও ‘প্রতি শুল্ক’ আরোপের প্রয়োজন নেই।’

এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) চীনের বিরুদ্ধে করা বার্লির ওপর কর সংক্রান্ত মামলাটি স্থগিত করা হবে বলে জানিয়েছে ক্যানবেরা।

অস্ট্রেলিয়ার সরকারের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, শুল্ক আরোপের আগে চীনে বার্লি রফতানি করে প্রায় ১২০ কোটি ডলার আয় হত।

উল্লেখ্য, ২০২০ সালে অস্ট্রেলিয়ার রফতানিপণ্যের ওপর শুল্ক আরোপ করে চীন। এই পণ্যগুলো হলো- বার্লি, গরুর মাংস ও ওয়াইন। পাশাপাশি দেশটির নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান থেকে গলদা চিংড়ি ও মাংস আমদানির ওপর অনানুষ্ঠানিক বিধিনিষেধ আরোপ করেছে চীন।

এদিকে, চীনের চড়া শুল্ক আরোপের পর থেকে অস্ট্রেলিয়ার একসময়ের জমজমাট ওয়াইন ব্যবসায় ধস নেমেছে। সম্প্রতি ওয়াইনের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের জন্য চীনকে তাগাদা দিচ্ছে ক্যানবেরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন