খেলাধূলা ডেস্ক :
গতবার করোনা ভ্যাকসিন গ্রহণে অস্বীকৃতি জানানোয় নোভাক জকোভিচ খেলতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেন। মনের ঝালটা মেটাতে এবারের আসরটিকেই বেছে নিলেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি।
গ্রিক সেনসেশান স্টেফানোস সিৎসিপাসকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিলেন দ্য জোকার। সেই সঙ্গে সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডে সঙ্গী হলেন নাদালের।
রোববার (২৯ জানুয়ারি) রড লেভার অ্যারেনায় অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে গ্রিসের স্টেফানোস সিৎসিপাসকে ৬-৩, ৭-৬, ৭-৬ (৭/৫) গেমে হারিয়ে ২২তম গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন কোভাক জকোভিচ। সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদালকে।
১০ম বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে নাদালের আরও একটি রেকর্ড ছুঁয়েছেন জোকার। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোন নির্দিষ্ট গ্র্যান্ড স্লাম ১০ বা তার অধিকবারের মতো জিতলেন তিনি। নাদাল ফ্রেঞ্চ ওপেন জিতেছেন রেকর্ড ১৪বার।
এক বছর আগেই জীবনের নির্মম দিকটা দেখেছিলেন জকোভিচ। বৈশ্বিক করোনা মহামারির পর গতবছর কোর্টে খেলা ফিরেছে সবে। এমন সময়ে ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানানোয় জোকারকে খেলতে দেওয়া হয়নি অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন। বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন খেলা তো দূরের কথা, আয়োজক দেশটি তাকে একরকম বেরই করে দিয়েছিল দেশ থেকে। সেখানেই ২১তম শিরোপা জিতে জকোভিচ আর ফেদেরারকে ছাড়িয়ে যান নাদাল। পরে জেতেন প্রায় সম্পত্তি বানিয়ে ফেলা ফ্রেঞ্চ ওপেন।
রেকর্ড হাতছাড়া হওয়ার বছর খানেকের মধ্যেই ফের রেকর্ড ছুঁলেন ৩৫ বছর বয়সী সার্বিয়ান কিংবদন্তি। ছেলেদের গ্র্যান্ডস্লামে নাদাল ও তার চেয়ে বেশি শিরোপা নেই আর কারও।
এর আগে ২০২১ সালেও একবার সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ছুয়েছিলেন জোকার। অল ইংল্যান্ড ক্লাবে উইম্বলডন শিরোপা জিতে বসেছিলেন রজার ফেদেরার ও নাদালের পাশে। সেটি ছিল তার ২০তম গ্র্যান্ডস্লাম।