হোম খেলাধুলা অস্ট্রেলিয়ান ওপেন: প্রথম রাউন্ড থেকেই বিদায় তিনটি গ্র্যান্ড স্ল্যামজয়ী দুই তারকার

অস্ট্রেলিয়ান ওপেন: প্রথম রাউন্ড থেকেই বিদায় তিনটি গ্র্যান্ড স্ল্যামজয়ী দুই তারকার

কর্তৃক Editor
০ মন্তব্য 92 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ান ওপেনে এবার প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন ক্যারিয়ারে তিনটি করে গ্র্যান্ড স্ল্যাম জেতা দুই তারকা অ্যান্ডি মারে এবং স্ট্যান ওয়ারিঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেনে দারুণ সব পারফরমেন্স উপহার দিয়েছেন মারে ও ওয়ারিঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেনে পাঁচবার ফাইনাল খেলা প্রথম টেনিস তারকা অ্যান্ডি মারে। অপরদিকে অস্ট্রেলিয়ান ওপেনও জিতেছেন স্ট্যান ওয়ারিঙ্কা। তবে চলতি অস্ট্রেলিয়ান ওপেনে এই দুই তারকাই অঘটনের শিকার হয়েছেন।

সোমবার (১৫ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিনে আর্জেন্টিনার মার্টিন এচেভেরির বিপক্ষে সরাসরি সেটে বিধ্বস্ত হয়েছেন ৩৬ বছর বয়সী মারে। ৬-৪, ৬-২, ৬-২ গেমে মারেকে হারিয়েছেন এচেভেরি।

তবে ফরাসি বাছাই এড্রিয়ান মানারিনোর বিপক্ষে লড়াই করেই হেরেছেন ওয়ারিঙ্কা। প্রথম সেট হারের পর পরের দুটি সেট জিতে ঘুরে দাঁড়ান ৩৮ বছর বয়সী তারকা। তবে শেষরক্ষা হয়নি তার। শেষ পর্যন্ত ওয়ারিঙ্কাকে ৬-৪, ৩-৬, ৫-৭, ৬-৩, ৬-০ গেমে হারান মানারিনো।

এর আগে ২০১৯ সালে এমন তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন মারে। সেবার প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়ার পর নিজের ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন মারে। এরপর দীর্ঘদিন পর চোট কাটিয়ে আবারো কোর্টে ফেরেন তিনি।

এদিকে চলতি অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচ ছাড়া একমাত্র ওয়ারিঙ্কারই এই শিরোপা জিতেছিলেন। তবে তিনি আজ প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন