স্পোর্টস ডেস্ক:
এবারের ওয়ানডে বিশ্বকাপটা এখন পর্যন্ত দারুণ কেটেছে দক্ষিণ আফ্রিকার। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (১২ অক্টোবর) শক্তিশালী অস্ট্রেলিয়াকেও বড় ব্যবধানে হারিয়েছে তারা। অজিদের বিপক্ষে প্রোটিয়াদের জয় ১৩৪ রানে। এ জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল টেম্বা বাভুমার দল।
শ্রী অটল বিহারি স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৩১১ রান করে প্রোটিয়ারা। জবাবে কাগিসো রাবাদা-মার্কো জানসেনদের তোপে ১৭৭ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। প্যাট কামিন্সের দলের এটা টানা দ্বিতীয় হার, আগের ম্যাচে স্বাগতিক ভারতের কাছে হেরেছিল তারা।
প্রোটিয়া ব্যাটাররা ৬-এর বেশি রেটে রান তুললেও অজিরা ঠিকমতো দাঁড়াতেই পারছিলেন না। মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার দুজনই আউট হন পঞ্চাশের নিচে স্ট্রাইকরেটে ব্যাট করে। মার্শ ৭ ও ওয়ার্নার করেন ১৩ রান। মার্শকে জানসেন ও ওয়ার্নারকে সাজঘরে পাঠান লুঙ্গি এনগিদি।
দলীয় ৫০ রানে স্টিভ স্মিথ ১৯ করে রাবার শিকার হন। এরপর লড়াই অব্যাহত রাখেন মার্নাস লাবুশেন। মাঝে জস ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিসরা এক অংকের ঘরে থাকতে আউট হন। যদিও স্মিথ ও স্টোইনিসের আউট নিয়ে কিছুটা বিতর্ক আছে। শেষ দিকে লাবুশেনকে সঙ্গ দেন মিচেল স্টার্ক। ৫১ বলে ২৭ রান করে আউট হন অজি পেসার। লাবুশেনও বিদায় নেন কিছুক্ষণ পর, ৭৪ বলে ৪৬ রান করে।
শেষ দিকে প্যাট কামিন্স ২২ ও অ্যাডাম জাম্পা করেন ১১ রান। তবে তা জয়ের দ্বারপ্রান্তেও নিয়ে যেতে পারেনি অস্ট্রেলিয়াকে। প্রোটিয়াদের হয়ে ৩ উইকেট নেন রাবাদা। ২টি করে উইকেট পান জানসেন, কেশভ মহারাজ ও তাবরাইজ শামসি। এক উইকেট নেন এনগিদি।