খেলাধূলা ডেস্ক:
সিঙ্গাপুরে ওয়ার্ল্ড আর্চারি স্টেজ-৩ প্রতিযোগিতায় অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।
শনিবার (১০ জুন) রিকার্ভ পুরুষ দলগত বিভাগে এ পদক জেতে বাংলাদেশ।
এদিন ওয়ার্ল্ড আর্চারি স্টেজ-৩ প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সাগর ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহারা ৫-৪ সেট ব্যবধানে হারায় অস্ট্রেলিয়াকে। এ ইভেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে স্বর্ণ জিতেছে চীন।
বাংলাদেশ দল এ একটি ইভেন্টে সাফল্য পেলেও বাকিগুলোতে করেছে নিরাশ। রিকার্ভ মিশ্র দলগত বিভাগে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে ৬-২ ব্যবধানে হেরে বাদ পড়ে সিদ্দিকী ও সাগর ইসলামরা।
কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগেও সেরা আটে ওঠার ম্যাচে নেওয়াজ আহমেদ রাকিব ও শ্যামলী রায় জুটি আশা দেখিয়েও ইন্দোনেশিয়ার কাছে হেরে যায় ১৫১-১৫০ স্কোরে।
ফলে মাত্র একটি পদক নিয়েই রোববার (১১ জুন) দেশে ফিরতে হচ্ছে বাংলার আর্চারিদের।