আন্তর্জাতিক ডেস্ক:
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের প্রত্যন্ত এলাকায় দাবানল মোকাবিলার কাজ পর্যবেক্ষণ করতে গিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন দমকলকর্মী নিহত হয়েছেন।
রোববার (৫ নভেম্বর) স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দমকলকর্মীদের বহনকারী ওই বিমানটি ম্যাককিনলে শহরের প্রত্যন্ত শহরতলীতে বিধ্বস্ত হয় বলে স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে জরুরি পরিষেবা সংস্থাকে অবহিত করা হয়। এলাকাটি অস্ট্রেলিয়ার প্রাদেশিক রাজধানী ব্রিসবেন থেকে প্রায় ১৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
দুর্ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, বিধ্বস্ত বিমানটিতে আরোহী হিসেবে থাকা তিনজনকে শনাক্ত করা হয়েছে এবং মৃত বলে নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে কয়েক সপ্তাহ সময় বা তার চেয়েও বেশি সময় লেগে যেতে পারে।
এদিকে অগ্নিনির্বাপক কর্মীদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। নিহতের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।