হোম অন্যান্যসারাদেশ অসূখের যন্ত্রনা সইতে না পেরে বৃদ্ধের আত্মহনন

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় অসুখের যন্ত্রনা সহ্য না করতে পেরে কালু নিকারী (৮০) নামের এক বৃদ্ধ গলায় গামছা পেচিয়ে আত্মহনন করছে বলে জানা গেছে । নিহত বৃদ্ধা তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের বিরিঞ্চি নিকারীর ছেলে।

বৃহস্পতিবার (২০মে) বাড়ির পাশের একটি পরিত্যাক্ত ঘরের বারান্দার ঝুলন্ত অবস্তায় লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারনা পুলিশের।

নিহতের ভাইপো জিয়া নিকারী জানায়, চাচা কালু নিকারী দীর্ঘদিন পেটের ব্যথাসহ বিভিন্ন রোগে ভুগছিল। কাল থেকে তারা শরীরের অসহ্য যন্ত্রনা শুরু হয়। একারনে আজ দুপুরের কোন এক সময়ে আত্মহত্যা করেছে।

তালা থানা পরিদর্শক মেহেদি রাসেল জানান, পুলিশ ঘটনাস্থলে আছে বিষয়টি এখনও তদন্ত চলছে। বিস্তারিত পরে জানান হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন