হোম অন্যান্যসারাদেশ অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তার জন্য কালীগঞ্জ উপজেলা রোগী কল্যাণ সমিতির সভা

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা করছে সরকার ও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত উপজেলা রোগী কল্যাণ সমিতির মাধ্যমে। রবিবার (২২ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ কালীগঞ্জ উপজেলা রোগী কল্যাণ সমিতির এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা রোগী কল্যাণ সমিতির সভাপতি ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি ও কালিগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার গোলাম মোস্তফা, সদস্য সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, উপজেলার সেনেটারী ইন্সপেক্টর আব্দুস সুবহান প্রমূখ।

দীর্ঘদিন পর কালীগঞ্জ উপজেলার রোগী কল্যাণ সমিতির এই সভা অনুষ্ঠিত হয় সভায় জানানো হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত উপজেলা রোগী কল্যাণ সমিতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তিকৃত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত ফরমে আবেদন করলে কমিটি তাদের ঔষধ যেকোনো পরীক্ষার টেস্ট অন্যান্য চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা করে থাকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তৈবুর রহমান জানান, রোগী কল্যাণ সমিতির টাকাটা অসহায় দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করা হয়। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আমরা সকলেই সরকারের গোলাম জনগণের সেবা দিতে আমরা প্রস্তুত আছি। তিনি কালিগঞ্জ হাসপাতালের হট লাইন (০১৭৩০ ৩২৪ ৬১৬) এই নম্বরে যোগাযোগ করতে পারেন।

উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে পান্ডে ৫ লক্ষ ৭৫ হাজার ১৯৪ টাকা আছে আমরা রোগী কল্যান সমিতির অর্থ দিয়ে দুস্থ অসহায় গরীব মানুষের রক্তের ব্যাগ ও কুকুরে কামড়ানো ঔষধ ক্রয় করার সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ স্থানে সাইনবোর্ড লাগানো হবে ।

সাংবাদিক শেখ আনোয়ার হোসেন বলেন, সরকার অসহায় হতদরিদ্র মানুষের চিকিৎসার জন্য হাসপাতলে ভর্তি রোগীদের ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা ঔষধ ক্রয় ও যেকোনো পরীক্ষার জন্য দেওয়া হয়। উপজেলা রোগী কল্যাণ সমিতির মাধ্যমে যে সহযোগিতা করছে এটি আরও ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে যাতে সাধারণ মানুষ জানতে পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন