হোম ফিচার অসংখ্যবার দুঃসাহসিকতার পরিচয় দিলেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক :

হলিউডের কথা বললেই যার নাম সবার আগে আসে, তিনি হলেন টম ক্রুজ। বয়স ৫৯ পার হলেও চিরতরুণ এই অভিনেতা তার ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য অ্যাকশনধর্মী সিনেমা। তবে অবাক করার মতো বিষয়, চলচ্চিত্রগুলোর ঝুঁকিপূর্ণ দৃশ্যে তিনি নিজেই অভিনয় করেছেন। এ ছাড়া মিশন ইমপসিবল সিরিজের স্টান্টের জন্য এই তারকা বেশ আলোচনায় আসেন!

টম ক্রুজের বিখ্যাত স্টান্টগুলোর মধ্যে ‘জ্যাক রিচার’ চলচ্চিত্রে তাকে গাড়িতে করে পাল্টাপাল্টি ধাওয়ার মতো ঝুঁকিপূর্ণ দৃশ্যে দেখা গেছে। এ ছাড়া ‘নাইট অ্যান্ড ডে’ চলচ্চিত্রে বাইকে করে তাড়া করার দৃশ্য ছাড়াও ‘দ্য লাস্ট সামুরাই’ চলচ্চিত্রে তলোয়ার যুদ্ধের মতো বিপজ্জনক দৃশ্যেও কাজ করেছেন হলিউডের এই জনপ্রিয় তারকা।

তবে টম ক্রুজ অভিনীত ‘মিশন ইমপসিবল: গোস্ট প্রটোকল’ এবং ‘মিশন ইম্পসিবল: রগ নেশন’ চলচ্চিত্রের কাজ সবচেয়ে বেশি আলোচনায় আসে। গোস্ট প্রটোকলে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার কাচের দেয়াল বেয়ে ওঠার এবং রগ নেশনে উড়তে থাকা প্লেনের দরজা ধরে ঝুলে থাকার শ্বাসরুদ্ধকর দৃশ্যে টম ক্রুজ নিজেই অভিনয় করেছেন, তা-ও আবার কোনো প্রকার স্টান্টম্যানের সাহায্য ছাড়াই। এ ছাড়াও সিনেমার খাতিরে টম হেলিকপ্টার চালানো শিখে ফেলেছেন। যদিও এর জন্য তাকে অনেক অনুশীলন করতে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত অত্যন্ত বিপজ্জনক এই দৃশ্যগুলোতে কোনো রকম দুর্ঘটনা ছাড়াই তিনি সফলভাবে অভিনয় করতে পেরেছেন।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘মিশন ইমপসিবল: ডেড রিকনিং পার্ট ওয়ান’-এর ট্রেলার। এখানেও ভয়ানক এক স্টান্ট টম নিজেই করেছেন। পাহাড় থেকে বাইক নিয়ে লাফ দিয়ে প্যারাসুটে মাটিতে নেমে আসার এক দৃশ্যে তাকে দেখা গেছে। এই দৃশ্যটি নিজে করার জন্য টম ১৩ হাজার বার মোটরক্রস জাম্পিং ও ৫০০ বার প্যারাসুট দিয়ে স্কাইডাইভ ট্রেনিং নিয়েছেন, যা অবিশ্বাস্য!

এদিকে ‘ডেড রিকনিং পার্ট ওয়ান’ সিনেমাটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককুইরি। এর আগেও মিশন ইমপসিবলের দুটি ছবি পরিচালনা করেন তিনি। চলতি বছরের ১৪ জুলাই ছবিটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতারা। এ ছাড়া ‘মিশন ইমপসিবল’ সিরিজের শেষ ও অষ্টম ছবি ‘মিশন ইমপসিবল: ডেড রিকনিং পার্ট টু’ মুক্তি পাবে ২০২৪ সালে।

সূত্র: ডেইলি মেইল

সম্পর্কিত পোস্ট

মতামত দিন