হোম আন্তর্জাতিক অর্থনীতিতে নোবেল পেলেন তিন মার্কিনি

আন্তর্জাতিক ডেস্ক :

চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন যুক্তরাষ্ট্রের তিন অর্থনীতিবিদ। তারা হলেন: বেন বার্নাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও ফিলিপ এইচ ডিবভিগ।

সোমবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ‘ব্যাংক এবং আর্থিক সংকটের ওপর গবেষণার’ জন্য মার্কিন এই তিন অর্থনীতিবিদকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

অর্থনীতিতে নোবেলজয়ীরা নোবেল পুরস্কারের স্রষ্টা আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীর দিন অর্থাৎ ১০ ডিসেম্বর একটি স্বর্ণপদক, একটি ডিপ্লোমা এবং ৯ লাখ মার্কিন ডলার নগদ পুরস্কার পাবেন।

অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম ঘোষণার পর নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘চলতি বছর যারা এ পুরস্কারে ভূষিত হয়েছেন তারা অর্থনীতিতে ব্যাংকের ভূমিকা এবং কীভাবে আর্থিক বাজারগুলো নিয়ন্ত্রণ করা যায় সে সম্পর্কে আমাদের বোঝাপড়া উল্লেখযোগ্যভাবে উন্নত করেছেন, বিশেষ করে আর্থিক সংকটের সময়।’

প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সেই হিসেবে এবারও নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয় সোমবার (৩ অক্টোবর) থেকে। ৩ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু এবং ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হচ্ছে কার্যক্রম।

এর আগে, গত ৪ অক্টোবর ঘোষণা করা হয় পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম। পরের দিন ৫ অক্টোবর ঘোষণা করা হয় রসায়নে নোবেল বিজয়ীর নাম। এরপর ৬ ও ৭ অক্টোবর ঘোষণা করা হয় যথাক্রমে সাহিত্য এবং শান্তিতে নোবেলজয়ীদের নাম। সবশেষ সোমবার (১০ অক্টোবর) ঘোষণা করা হলো অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

পুরস্কার ঘোষণার অনুষ্ঠান সরাসরি নোবেল পুরস্কারের অফিশিয়াল ওয়েবসাইট এবং ডিজিটাল চ্যানেলে সম্প্রচার করা হচ্ছে। বিজয়ীদের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন