হোম রাজনীতি অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধের সাহস কি আছে, স্বাস্থ্যমন্ত্রীকে চুন্নু

অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধের সাহস কি আছে, স্বাস্থ্যমন্ত্রীকে চুন্নু

কর্তৃক Editor
০ মন্তব্য 61 ভিউজ

রাজনীতি ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের কাছে সারাদেশের অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের সাহস আছে কি না জানতে চেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নত্তোর পর্বে এ কথা জানতে চান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে চুন্নু বলেন, ‘সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিবো কোথায়? কী বলবো আপনার মন্ত্রণালয়ের একজন গাড়িচালক ১০০ কোটি টাকার মালিক হয়ে যান। স্ত্রীসহ একজন অ্যাকাউন্ট অ্যাসিসটেন্ট ৩০০ কোটি টাকার মালিক হয়ে যান। সেই টাকা অস্ট্রেলিয়ায় পাচার করেছে, যা দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রমাণও হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আপনি সারাদেশে বে-আইনি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে যে উদ্যোগ নিয়েছেন তা পারবেন কি না জানি না। তবে পারা দরকার। চলমান অভিযানটা আপসহীনভাবে শেষ পর্যন্ত সফল করার মতো আপনার সাহস আছে কি না?’

এরপর স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি পারবো। যদি সংসদ সদস্যরা আমার সঙ্গে থাকনে অবশ্যই পারবো। সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকে নিজ এলাকায় ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক পরিদর্শন করুন। সেখানে যেসব সুযোগ-সুবিধা রাখা দরকার, তা রয়েছে কি না, লাইসেন্স রয়েছে কি না যাচাই করুন।’

সামন্ত লাল সেন আরও বলেন, ‘একটা কথা সবসময় বলি, মানুষের জীবন কিন্তু একটা। এই জীবন ভুল চিকিৎসায় চলে গেলে আর ফিরে আসবে না। সুতরাং, আপনারা আমাকে সাহায্য করুন। আমাকে জানান কোথাও কোনো অবৈধ ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা হচ্ছে কি না।’

সব হাসপাতাল বন্ধের পক্ষে না জানিয়ে তিনি বলেন, ‘হাসপাতাল থাকবে। তবে হাসপাতালগুলোতে উপযুক্ত সরঞ্জাম থাকতে হবে। যার যেখানে যা করা উচিত, তা থাকলে নিশ্চয় হাসপাতাল চলবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন