সংকল্প ডেস্ক :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এলাকাবাসীর সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এক পর্যায়ে এলাকা রণক্ষেত্র পরিণত হয়। এতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তাসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন।
রোববার (৬ ডিসেস্বর) দুপুর হতে বিকেল পর্যন্ত আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটলেও পিছু না হটে পুলিশ প্রহরায় ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ৩-৪ হাজার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।
জানা যায়, আড়াইজাজার পৌরসভার ঝাউগড়া এলাকায় ক্ষমতাসীন দলের নেতাদের ছত্রছায়ায় কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ নেয় লোকজন। এতে ক্ষমতাসীন দলের নেতা ও কিছু অসাধু লোকজন আর্থিক সুবিধা গ্রহণ করেন।
রোববার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যদের নিয়ে তিতাস অফিসের লোকজন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শুরু করে। প্রায় ৫০০-৬০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েও যায়। এ সময় কয়েক হাজার নারী পুরুষ একত্রিত হয়ে অভিযান টিমের উপর হামলা চালায়। এ সময় পুলিশ ধাওয়া দিলে বেপরোয়া হয়ে উঠে লোকজন। পুলিশ, ম্যাজিস্ট্রেট ও তিতাস অফিসের লোকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এরপর শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ। এক পর্যায়ে ঝাউগড়া বাজার এলাকায় রণক্ষেত্র পরিণত হয়।
তিতাস অফিসের সোনারগাঁ জোনের ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুল্লাহ জানান, ঝাউগড়া এলাকায় কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। রোববার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে টিমের উপর হামলা চালায়। এতে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি
আড়াইহাজার উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ হোসেন জানান, ঝাউগড়া এলাকায় ১৪ স্পটে কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। কিছুদিন আগে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও ফের সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছে। রোববার তিতাস অফিস অভিযান চালাতে গেলে স্থানীয়রা হামলা চালায়। এসময় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কতজন আহত হয়েছে তা সঠিক বলা যাচ্ছে না।
s