হোম অন্যান্যসারাদেশ অবৈধ বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ এবং পাঁচ দফা দাবিতে মানববন্ধন

যশোর অফিস :

রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ এবং পাঁচ দফা দাবিতে মানববন্ধন হয়েছে যশোরে। আজ দুপুরে যশোর কাস্টমস, এক্সইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিড়িতে শুল্ক কমিয়ে শ্রমিকের মজুরী বৃদ্ধি, যাচাই-বাছাই ব্যাতিরেকে লাইসেন্সসহ রাজস্ব ফাঁকি দেওয়া সকল বিড়ি বন্ধ, সিগারেটের ন্যঅয় বিড়িতেও অগ্রিম আয়কর ৩ শতাংশ করতে হবে। বহুজাতিক কোম্পানির সিগারেটের মূল্য বৃদ্ধি এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর আগ্রাসন বন্ধ করতে হবে।

মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম কে বাঙালি, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হারিক হোসে প্রমুখ।

বক্তরা বলেন, যশোরে কতিপয় অসাধু চক্র জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বিড়ি বিক্রি করে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। তারা জাল ব্যান্ডরোল ব্যবহার করে কম মূল্যে বিড়ি বিক্রি ও বাজারজাত করছে। অবিলম্বে এসব বিড়ি কারখানা বন্ধের জন্য পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন