হোম অন্যান্যসারাদেশ অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগের কারণে কালীপুজা উপলক্ষে কনসার্ট আয়োজন পন্ড

অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগের কারণে কালীপুজা উপলক্ষে কনসার্ট আয়োজন পন্ড

কর্তৃক Editor
০ মন্তব্য 97 ভিউজ

খুলনা অফিস :

প্রশাসনের বিনা অনুমতিতে কালীপুজা উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়। তাছাড়া ওই অনুষ্টানে পল্লী বিদ্যুৎতের চোরাই লাইন সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহারের দায়ে স্থানীয় পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষের হানায় কনসার্ট অনুষ্টান পন্ড হয়ে যায়। ঘটনাটি ঘটে সোমবার রাত সাড়ে দশটায় খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের আমড়বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে।

ডুমুরিয়া পল্লি বিদ্যুৎ অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল মতিন জানান, উপজেলার মাগুরখালী ইউনিয়নে আমড়বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি কনসার্টের আয়োজন করা হয়। ওই কনসার্টের আয়োজক কমিটির সভাপতি অধির সানা ও সাধারণ সম্পাদক সুব্রত মন্ডল। সোমবার রাতে ওই কমিটির নেতাদের নেতৃত্বে পল্লি বিদ্যুৎতের ৩০ ফুট দুরাত্ব মেইন লাইনের তার ছিদ্র করে চোরাই পথে চিকুণ তার ব্যবহার করে বিদ্যুৎ সংযোগ নিয়ে ওই অনুষ্টানের এলাকা জুঁড়ে আলোক সজ্জায় সজ্জিত করে কনসার্ট অনুষ্টাণ শুরু করা হয়। এমন খবর পেয়ে ওই রাতেই পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষ ঘটনা স্থল যেয়ে হাতে-নাতে ধরে ফেলা হয়। এ সময় তারা ৩০ ফুট অবৈধ তার ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের পল্লি বিদ্যুৎতের মিটারটি খুলে আনা হয়। এমন ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছিল।

কনসার্ট অনুষ্টানের আয়োজক কমিটির সভাপতি অধির সানা বলেন, আসলে চোরাই লাইন নিয়ে বিদ্যুৎ ব্যবহার করা বা অনুষ্টানে আলোক সজ্জা এমন কাজ করা ঠিক হয়নি। এখন যা হবার, তাই হবে।
স্থানীয় বেশ কয়েকজন আ’লীগ নেতা জানিয়েছেন কালীপুজা উপলক্ষো স্থানীয় কয়েকজন মিলে তার আমড়বুনিয়া স্কুল মাঠে কনসার্টের আয়োজন করে। এমন অনুষ্টানের জন্য প্রশাসনের কোনো অনুমতি ছিলো না। অপরদিকে ঝুঁকি নিয়ে বিদ্যুৎ চুরির ঘটনা দুঃখ জনক। বিদ্যুৎ চুরির ঘটনায় অনুষ্টানটি পন্ড হয়ে যায় এবং রাতে হাজারও মানুষর দিশাহারা হয়ে পড়ে। অনুষ্ঠানটির আয়োজকদের বিরুদ্ধে এ অপকর্মের কঠিন শাস্তি হওয়া উচিৎ।

ডুমুরিয়া থানা ওসি মো. আমিনুল ইসলাম বিপ্লব বলেন, মাগুরখালী আমড়বুনিয়ায় কনসার্ট অনুষ্ঠানে প্রশাসন কোনো অনুমতি দেয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন