হোম ফিচার অবৈধ ড্রোন উড়িয়ে শুটিং করায় বিপাকে মধুমিতা

বিনোদন ডেস্ক :

সবুজ জঙ্গল, পাহাড় বরাবরই হাতছানি দেয় মানুষকে। আর তেমনই এক অঞ্চল কলকাতার নর্থ বেঙ্গল। যেখানে টালিউডের অসংখ্য সিনেমার শুটিং হয়ে থাকে। শুটের জন্য এমন সবুজ স্নিগ্ধ বনাঞ্চলের চেয়ে ভালো জায়গা আর কিই-বা হতে পারে!

তবে সম্প্রতি জলপাইগুড়ি বন বিভাগের মোরাঘাট বনাঞ্চলের অন্তর্গত খুঁটিমারী বিট এলাকায় অবৈধভাবে ড্রোন উড়িয়ে শুট করার জন্য প্রথমে স্থানীয় লোকজন আপত্তি জানায়। যার দরুন শুটিং পার্টিকে ড্রোন নামিয়ে আনতে হয়। পরবর্তী সময়ে বন বিভাগের কর্মীরা সেটাকে বাজেয়াপ্ত করে। কলকাতার এক নামি প্রযোজনা সংস্থার কাজ হচ্ছিল। এদিকে অভিনেত্রী মধুমিতা সরকারও সে সময় উপস্থিত ছিলেন স্পটে।

এ ছাড়া জানা গিয়েছে, সংরক্ষিত বনাঞ্চলে ড্রোন ওড়ানোর জন্য প্রয়োজন হয় বিশেষ অনুমতির। তবে শুটের জন্য কোনো ধরনের অনুমতি নেয়া হয়নি। তাই ড্রোনটিকে বাজেয়াপ্ত করা হয়েছে বলেই জানায় মোরাঘাট।

এদিকে ‘ড্রোন দিয়ে ভিডিও করলে হয়তো দেখতে ভালো লাগে। তবে প্রত্যেকেরই বুঝতে হবে ড্রোনটা কোথায় ওড়াচ্ছেন। সেখানে ওড়ানো আদৌ ঠিক কি না!’ বলে জানায় স্থানীয়রা।

ইতোমধ্যে স্থানীয় এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে ক্যামেরাবন্দি করা হয়েছে গোটা ঘটনা। সেখানে দেখা যাচ্ছে, হইচই পড়ে গিয়েছে সেটে। তড়িঘড়ি স্পট ছেড়ে বেরিয়ে যান মধুমিতাও। গোটা ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়ও। স্থানীয় মানুষ চাইছে আরও বেশি করে শুটিং হোক, সমস্ত জায়গা প্রচার পাক তারা সেটাও চান। কিন্তু তা জন্য কোনো নিয়ম না ভেঙে বা গোপনীয়তা না ভেঙে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সম্পর্কিত পোস্ট

মতামত দিন