হোম জাতীয় অবৈধ গ্যাস সংযোগ: নারায়ণগঞ্জে ৩ কারখানা সিলগালা

জাতীয় ডেস্ক :

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ তিনটি ঢালাই কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একটি কারখানার বিরুদ্ধে মামলা দায়ের ও নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা থানার দেলপাড়া এলাকায় এই অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত আরা খানম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই কারখানাগুলোর লোহা গলানোর চুল্লিতে (ভাট্টি) অবৈধ সংযোগে গ্যাস ব্যবহার করে করা হচ্ছিল। অভিযানে কারখানাগুলো সিলগালা করা হয়েছে। এ সময় একটি কারখানার বিরুদ্ধে মামলা দায়ের ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছড়া অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ ও রাইজার জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত আরা খানম জানান, আবাসিক এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ঝুঁকিপূর্ণ লোহা গলানোর চুল্লি (ভাট্টি) ব্যবহার করায় তিনটি ঢালাই কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

অবৈধ গ্যাস সংযোগ বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপ মহাব্যবস্থাপক মো. মামুনার রশিদ, ফতুল্লা জোনের ব্যবস্থাপক জয়নাল আবেদীন প্রমুখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন