খেলাধূলা ডেস্ক:
ব্রাজিলের পাওয়া সবশেষ ফিফা বিশ্বকাপ এসেছিল লুইস ফেলিপি স্কলারির হাত ধরে। ২০১৪ সালের বিশ্বকাপেও তিনি দলটির দায়িত্বে ছিলেন। কিন্তু জার্মানির বিপক্ষে শোচনীয় হার দেখতে হয়েছিল তাকে। কয়েকমাস আগে কোচিংকে বিদায় জানানো সেই স্কলারি এবার ফিরছেন চেনা আঙ্গিনায়।
ব্রাজিলিয়ান ক্লাব আতলেতিকো মিনেইরোর কোচের দায়িত্ব পালন করবেন ৭৪ বছর বয়সী স্কলারি। কথা রয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ক্লাবটির ডাগআউটের দায়িত্ব সামলাবেন তিনি।
এর আগে ২০২২ সালের নভেম্বরে কোচিংকে বিদায় জানিয়ে আথলেতিকো পারানায়েন্সের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব নিয়েছিলেন ব্রাজিলের জাতীয় দলের সাবেক এই কোচ। তবে এবার কোচিংয়ের ডাক পেয়ে বসে থাকতে পারলেন না তিনি। অবসর ভেঙে সাড়া দিয়েছেন আতলেতিকো মিনেইরোর প্রস্তাবে।
সেলেসাওদের কোচ হিসেবে দুই মেয়াদে কাজ করেছেন স্কলারি। সাম্বারা ২০০২ সালে তার নেতৃত্বে বিশ্বকাপের শিরোপা জিতেছিল। এরপর ২০১২-১৪ মেয়াদে জেতেন ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপ। তবে পরের বছর দেশের মাটিতে বিশ্বকাপে তেতো স্বাদ পেতে হয়।
স্কলারির সর্বোচ্চ পর্যায়ের সাফল্য আছে ক্লাব পর্যায়েও। ১৯৯৫ সালে গ্রেমিওর হয়ে এবং ১৯৯৯ সালে পালমেইরাসের হয়ে জিতেছিলেন লাতিন আমেরিকার সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেস। ওই দুই দলের হয়েই জিতেছিলেন ব্রাজিলিয়ান সিরি ‘আ’। এছাড়া ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত পর্তুগাল জাতীয় দলের এবং ২০০৮-০৯ মৌসুমে চেলসির কোচ ছিলেন স্কলারি।