স্পোর্টস ডেস্ক:
২০১৬ সালে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট। তবে ভাগ্যের চাকা ঘুরিয়ে তিনি আবারও মাঠে ফিরে এসেছেন। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া এই ক্রিকেটার খেলছেন নেদারল্যান্ডসের হয়ে। বিশ্বমঞ্চে পা দিয়ে এক অনন্য রেকর্ডে নাম লিখিয়েছেন এঙ্গেলব্রেখট।
শনিবার (২১ অক্টোবর) বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। লখনৌর অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে লঙ্কানদের ২৬৩ রানের লক্ষ্য দেয় ডাচ বাহিনী।
এ দিন ৯১ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নেদারল্যান্ডসের ইনিংস শেষ হতে পারতো আরও আগে। তবে বিশ্বকাপের ইতিহাসে সপ্তম উইকেটে সর্বোচ্চ রানের (১৩০) জুটি গড়ে দলকে উদ্ধার করেন এঙ্গেলব্রেখট ও লোগান ফন বিক। সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার। ভারতীয় দুই ক্রিকেটার সেই রেকর্ড গড়েছিলেন ২০১৯ বিশ্বকাপে। এবার সেটি ভেঙে নাম লেখালেন এঙ্গেলব্রেখট ও লোগান।
শ্রীলঙ্কার বিপেক্ষ শেষ পর্যন্ত ৮২ বলে ৭০ রান করেন এঙ্গেলব্রেখট এবং ৭৫ বলে ৫৯ রান করেন লোগানা। এ দিকে এটিই এঙ্গেলব্রেখটের প্রথম আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি। সেটিও আবার তিনি পেয়ে গেলেন বিশ্বকাপের মতো বড় আসরে।