খেলাধূলা ডেস্ক:
সাদা পোশাকের টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন তারকা ক্রিকেটার মঈন আলী। তবে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের অনুরোধে অবসর ভেঙে অ্যাশেজে খেলতে নামেন তিনি। কিন্তু অবসর থেকে ফিরে প্রথম ম্যাচেই জরিমানা গুনতে হচ্ছে তাকে।
রোববার (১৮ জুন) আইসিসির ওয়েবসাইটে মঈন আলীর জরিমানার বিষয়ে এক খবর প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, আচরণবিধি ২.২০ ভঙ্গের অভিযোগে মঈনের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট তার নামের পাশে যোগ করা হলো।
এর আগে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচে মাঠের দুই আম্পায়ার এহসান রাজা ও ম্যারাইস এরাসমাস, তৃতীয় আম্পায়ার ক্রিস গ্যাফানি ও চতুর্থ আম্পায়ার মাইক বার্নস আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন মঈনের বিরুদ্ধে। তারপরে আইসিসির পক্ষ থেকে শাস্তি দেয়া হয়। এ বিষয়ে নিজের দোষ শিকার করে জরিমানা দিতে রাজি হন মঈন। তাতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
অভিযোগে বলা হয়, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বল করার আগে হাতের তালু শুকনো রাখতে একধরনের স্প্রে ব্যবহার করেন মঈন। স্প্রে ব্যবহারের পরেই বল করতে আসলে বিষয়টি নজর এড়ায়নি আম্পায়ারদের। যদিও মঈন সেই স্প্রে ব্যবহার করেছিলেন কেবল শুকনো রাখার উদ্দেশ্যেই। তবে আম্পায়ারদের অনুমতি ছাড়া হাতে কিছু ব্যবহার করাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।