হোম অন্যান্যলিড নিউজ অবশেষে স্বেচ্ছাশ্রমে শ্যামনগরে দূর্গাবাটির বাঁধ নির্মান (ভিডিও)

অবশেষে স্বেচ্ছাশ্রমে শ্যামনগরে দূর্গাবাটির বাঁধ নির্মান (ভিডিও)

কর্তৃক
০ মন্তব্য 90 ভিউজ

চারিদিকে শুধু পানি আর পানি । হুহু করে খোলপেটুয়ার পানি ঢুকছে । চিংড়ি ঘের গুলো সাগরে রূপ নিয়েছে । এর পর সেই পানি চলে এসেছে বসতি জনপদে । পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ রক্ষা করতে না পারলে বিলীন হয়ে যাবে হাজার বছরের এই জনপদ । তাই কেউ আর বাড়ি বসে নেই । যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে । খোলপেটুয়ার আগ্রাসী লোনা পানির হাত থেকে প্রত্যেকে তাদের বসতবাটি রক্ষা করার জন্য এই বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । স্বেচ্ছাশ্রমে চলছে এই বাঁধ নির্মাণের কাজ ।

সরকারি তেমন সাহায্য আসেনি । পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ছাড়া কিছু পাওয়া যায়নি । সরকারি সাহায্য নেই । রোববার দিনভর দ্বিতীয় দিনের মতো স্বেচ্ছাশ্রমে উপকূলবর্তী শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর তীরবর্তী পূর্বদূর্গাবাটি গ্রামের ভেঙ্গে যাওয়া বাঁধ সংস্কারের কাজ চলে । পাইলিং এর কাজ শেষ হয়েছে । নদীতে ভাটা থাকায় হিংস্র খোলপেটুয়ার স্রোত কিছুটা হলেও নিয়ন্তণ করা সম্ভাব হয়েছে ।

প্রকৌশলগত জ্ঞান না থাকলেও প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকা উপকূলের মানুষ জানে এই মুহূর্তে বাঁধের পানি আটকাতে না পারলে এই জনপদ খোলপেটুয়ার সাথে মিশে একাকার হয়ে যাবে । তখন সর্ব শক্তি নিয়োগ করেও বাঁধ নির্মাণ করা সম্ভব হবে না । যদিও খুলনার বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার জানিয়েছেন,মন্ত্রী পরিষদে সিদ্ধান্ত হয়েছে ভেঙ্গে যাওয়া বাঁধ নির্মাণে সেনাবাহিনীকে নিযুক্ত করা হবে ।

সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ডালিম কুমার ঘরামি জানিয়েছেন,স্বেচ্ছাশ্রমে দূর্গাবাটির ভেঙ্গে যাওয়া বাঁধের পানি আটকানো সম্ভব হয়েছে । আগামী জোয়ারের গোনের আগেই টেকসই ব্যবস্থা না করলে বাঁধ টিকানো যাবে না । ছাত্রলীগ নেতা মধুসুধন মন্ডল জানিয়েছেন,পাইলিং করে পানি আটকানো সম্ভব হয়েছে । এলাকাবাসির ঐকান্তিক প্রচেষ্টায় বাঁধের পানি আটকানো হয় ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন