বিদেশ ডেস্ক :
মিশিগানের একটি কারখানা পরিদর্শনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে মাস্ক পরে থাকার একটি ছবি সামনে এসেছে। শুক্রবার স্কাই নিউজের প্রকাশিত এক ভিডিওতে তাকে নেভি ব্লু রংয়ের একটি মাস্ক পরে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকি কমাতে সব নাগরিককে মাস্ক পরার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ। সেই নির্দেশনা অনুসারে হোয়াইট হাউসের সব কর্মীকে তা পরার নির্দেশনা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে নিজে তা পরতে অস্বীকৃতি জানান। বৃহস্পতিবার মিশিগানে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের একটি কারখানা পরিদর্শনের সময় তাকে মাস্ক পরতে দেখা না যাওয়ার পর সমালোচনা শুরু হয়। ওই কারখানায় করোনাভাইরাস চিকিৎসার জন্য প্রয়োজনীয় ভেন্টিলেটর ও অন্যান্য সুরক্ষা সামগ্রী তৈরি হচ্ছে।
কারখানাটি পরিদর্শনের সময় মাস্ক পরতে ট্রাম্প অস্বীকৃতি জানিয়েছেন বলে অভিযোগ ওঠার পর তাকে ‘বেপরোয়া শিশু’ আখ্যা দেন মিশিগানের অ্যাটর্নি জেনারেল। এর আগে কারখানা পরিদর্শনের সময় মাস্ক পরিহিত ফোর্ড কর্মকর্তাদের পাশে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের কাছে দাবি করেন, কিছুক্ষণ আগে মাস্ক পরলেও তা খুলে ফেলেছেন। তিনি বলেন, ‘আগে পরেছিলাম। পেছনের দিকে থাকার সময় পরে ছিলাম। সংবাদমাধ্যমকে এটি দেখার আনন্দ দিতে চাইনি।’
