হোম খেলাধুলা অবশেষে পিএসজির মূল দলে ফিরছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক:

ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে পিএসজিতে থাকবেন না, এটি পুরোনো খবর। কিন্তু এই খবরেই রশদ যোগাচ্ছে নতুন নতুন তথ্য। স্বদেশি ক্লাব ছাড়ার খবরে খুশি হতে পারেনি কর্তৃপক্ষ। সেজন্য তাকে রাখা হয়েছিল দলের বাইরে। তবে এবার তাকে যুক্ত করা হচ্ছে দলের সঙ্গে।

কিছুদিন আগেও পিএসজিতে খেলেছেন সময়ের বড় তারকারা। এখনও কয়েকজন রয়েছেন, তবে না থাকারই মতো। মূলত কিলিয়ান এমবাপ্পে এবং নেইমার জুনিয়র ক্লাবটি ছাড়লে প্রায় তারকাশূন্য হয়ে পড়বে ক্লাবটি। এর আগে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি চলে যাওয়ায় পিএসজি শিবির বড় ধাক্কা খেয়েছে।

এরপরে নিজ দেশের ফুটবলার এমবাপ্পের পিএসজি ছাড়ার খবর ভালোভাবে নিতে পারেনি ক্লাবটি। ফরাসি তারকা চুক্তি পর্যন্ত সেখানে থাকার ঘোষণা দেন এবং নতুন কোনো চুক্তি করবেন না বলেও স্রেফ জানিয়ে দেন। নেইমারও একই পথে হাঁটতে চলেছেন। তবে চোটের কারণে নেইমারকেও দলে রাখতে চাইছে না পিএসজি, এমন গুঞ্জন রয়েছে অনেক আগে থেকে। এই জায়গায় ভিন্ন ছিলেন এমবাপ্পে।

এমবাপ্পের ওপরে ক্ষোভ দেখিয়ে তাকে এশিয়া সফরে রাখা হয়নি। এমনকি ফ্রেঞ্চ লিগ ‘আঁ’ তে লোরিয়াঁর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও তাকে দলে রাখেনি। তবে পরের ম্যাচে এমবাপ্পেকে দলে নেয়া হচ্ছে। এ বিষয়ে ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লোরিয়াঁ ম্যাচের আগে পিএসজি ও এমবাপ্পের মধ্যে খুব গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। সে মূল দলের অনুশীলনে ফিরছে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন