হোম আন্তর্জাতিক অবশেষে নাভালনির মরদেহ পেল পরিবার

অবশেষে নাভালনির মরদেহ পেল পরিবার

কর্তৃক Editor
০ মন্তব্য 95 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মরদেহ তার মায়ের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে নাভালনির এক মুখপাত্র।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এক এক্স (সাবেক টুইটার) পোস্টে নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমাইস বলেছেন, নাভালনির মায়ের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। যারা আমাদের সঙ্গে এ দাবি করেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।

তবে তার শেষকৃত্যের আয়োজন এখনও করা হয়নি বলে জানিয়েছেন ওই মুখপাত্র। এ ছাড়াও রুশ কর্তৃপক্ষ এতে হস্তক্ষেপ করবেন কি না, তা-ও এখনও স্পষ্ট নয়।

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে ছিলেন ৪৭ বছর বয়সী নাভালনি। সেখানে তিনি ৩০ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) তার মৃত্যু হয় বলে জানায় দেশটির কারা কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন