রাজনীতি ডেস্ক:
অবশেষে হাঁটুতে অস্ত্রোপচারের জন্য দিল্লি যেতে পেরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক একটি ফ্লাইটে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন।
এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্ত্রী দিলারা হাফিজ উদ্দিন আহমেদসহ দিল্লি যাবার কথা ছিল মেজর হাফিজের। বিমান বন্দর ইমিগ্রেশন তাকে ফেরত পাঠালেও তার স্ত্রী যেতে পেরেছিলেন।
অবশেষে বৃহস্পতিবার মেজর হাফিজও দিল্লি গেছেন। ১৬ ডিসেম্বর দিল্লির ফোর্টিস হাসপাতালে তার হাঁটুতে অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
সম্প্রতি বিএনপি ছাড়ছেন মেজর হাফিজ- এমন একটি কথা রাজনৈতিক মহলে চাউর হয়। পরে তিনি প্রেস ব্রিফিং করে বিষয়টি খোলাসা করেন। দলীয় বিভিন্ন ইস্যুতে নিজের কষ্ট ও ক্ষোভের কথা বললেও তিনি বিএনপি ছাড়ছেন না বলে জানান।