হোম খুলনাবাগেরহাট অবশেষে ঠাকুরানী খালের অস্তিত্ব রক্ষায়  পরিচ্ছন্ন অভিযানে নেমেছে  পৌরসভা

অবশেষে ঠাকুরানী খালের অস্তিত্ব রক্ষায়  পরিচ্ছন্ন অভিযানে নেমেছে  পৌরসভা

কর্তৃক Editor
০ মন্তব্য 69 ভিউজ
জসিম উদ্দিন, বাগেরহাট প্রতিনিধি:
দূষণ আর দখলে অনেকটা  অস্তিত্ব সংকটে পড়া ঠাকুরানী খাল পরিচ্ছন্ন অভিযানে নেমেছে মোংলা পোট পৌরসভা।
 বৃহস্পতিবার(২৯ ফেব্রয়ারী) সকালে পরিছন্ন কার্যক্রমের উদ্ধাধন করেন, মোংলা পৌরসভার মেয়র বীর মুক্তিযাদ্ধা শেখ আবদুর রহমান।
এসময় পৌর মেয়র জানান, জলাবদ্ধতার কবল থেকে মুক্ত রাখতে হলে পৌর শহরের ওপর দিয়ে প্রবাহিত সব খাল, নালা ও নর্দমা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এর অংশ হিসেবে মোংলা পোর্ট পৌরসভার পক্ষ থেকে এখন ঠাকুরানী খাল ও মধুর খালে পরিচ্ছন্নতা  অভিযান চালানো হচ্ছে। এর পর ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি উচ্ছেদ অভিযানও চলবে।
এ সময় মোংলা পোর্ট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
মোংলা নদীর সাথে সংযোগ থাকা এক সময়ে খরস্রোত এ খালের দুপাশে প্রভাবশালীরা দখলের কারনে এখন সংকোচিত হয়ে পড়েছে। এর পর ময়লা ফেলার কারনে ঠাকুরানী খাল এখন ভরাট হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে। তাই খালের জায়গা দখলদারদের কবল থেকে উদ্ধার করে পুনরায় খনন করার দাবী স্থানীয়দের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন